পৃথিবীতে হাজারো রোগ আছে, কিন্তু সবাই জানে না কোন সমস্যায় কোন ধরনের চিকিৎসকের কাছে যেতে হয়। সঠিক চিকিৎসা পেতে হলে প্রথমেই জানতে হবে কোন রোগে কোন বিশেষজ্ঞ দরকার। ভুল বিভাগে গেলে সময়, অর্থ ও জীবনের ঝুঁকি বাড়ে। তাই সচেতনতা জরুরি— নিচের তালিকাটি আপনাকে সাহায্য করবে রোগ বুঝে সঠিক ডাক্তার খুঁজে পেতে।
হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় পরামর্শ নিন হাঁপানি বিশেষজ্ঞ (Asthma Doctor)।
চর্মের এলার্জি, হাইভস বা বারবার ঠান্ডা লাগলে যান এলার্জিস্ট (Allergist)।
অপারেশনের সময় অচেতন করার প্রক্রিয়ায় প্রয়োজন অ্যানাস্থেসিওলজিস্ট (Anaesthesiologist)।
ডায়েট পরিকল্পনা ও পুষ্টিগত পরামর্শের জন্য দেখা করুন ডায়েটিশিয়ান (Dietitian)।
জরুরী মুহূর্তে প্রাথমিক চিকিৎসা দেন ইমার্জেন্সি রুম ডাক্তার (Emergency Room Doctor)।
বিশ্বব্যাপী রোগের প্রাদুর্ভাব বা ছড়ানো প্রতিরোধে কাজ করেন এপিডেমিওলজিস্ট (Epidemiologist)।
লিভারজনিত রোগে লিভার (যকৃত) হেপাটাইটিস A, B, C, ফ্যাটি লিভার, সিরোসিস, লিভার ক্যান্সার পিত্তথলি পাথর হওয়া (gallstone), ইনফেকশন,অগ্ন্যাশয় প্যানক্রিয়াটাইটিস,পিত্তনালী ব্লক, ইনফ্লামেশন, পিত্ত নিঃসরণে সমস্যায় পরামর্শ নিন হেপাটোলজিস্ট (Hepatologist)।
ইমিউন সিস্টেম সংক্রান্ত সমস্যা,ঘন ঘন ইনফেকশন হওয়া, শিশুদের দীর্ঘস্থায়ী জ্বর, অটোইমিউন রোগ লুপাস (SLE), রিউমাটয়েড,আর্থ্রাইটিস, টাইপ ১ ডায়াবেটিস, অ্যালার্জি ও হাইপারসেনসিটিভিটি ধুলাবালি, খাবার,ওষুধে অ্যালার্জি,ইমিউন থেরাপি, ক্যান্সার রোগীর ইমিউন বুস্ট থেরাপি, জন্মগত ইমিউন দুর্বলতা ,শিশুদের জন্মগত রোগ প্রতিরোধ সমস্যায় যান ইমিউনোলজিস্ট (Immunologist)।
জীবাণু বা সংক্রামক রোগে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ টাইফয়েড, টিবি, সিফিলিস, সেপসিস,ভাইরাসজনিত রোগ ডেঙ্গু, হেপাটাইটিস B/C, এইডস (HIV), কোভিড-১৯,ছত্রাক সংক্রমণ, ফাঙ্গাল ইনফেকশন, থ্রাশ, aspergillosis, পরজীবী সংক্রমণ,ম্যালেরিয়া, অ্যামিবিয়াসিস, গিয়ার্ডিয়া,জটিল জ্বর, দীর্ঘস্থায়ী বা অজানা কারণে জ্বর, হাসপাতালে সংক্রমণ ,ICU-তে সংক্রমণ, রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, সেপটিসেমিয়া, ভ্যাকসিন সম্পর্কিত পরামর্শ ,সংক্রমণ প্রতিরোধে টিকা সংক্রান্ত নির্দেশনা ইত্যাদি সমস্যায় প্রয়োজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ (Infectious Disease Specialist)।
নবজাতকের সমস্যা ,অকাল জন্ম (Premature) - ৩৭ সপ্তাহের আগে জন্ম নিলে, জন্মের সময় শিশুর ওজন ২.৫ কেজি বা তার কম,জন্মের পর বাচ্চা ঠিকমতো শ্বাস নিতে না পারলে, জন্মগত ত্রুটি - হার্ট, কিডনি, পাকস্থলির গঠনগত সমস্যা ইনফেকশন, নবজাতকের সেপসিস, নিউমোনিয়া, মেনিনজাইটিস ইত্যাদি জন্ডিস - শিশুর গায়ে হলুদভাব বা বিলিরুবিন বেড়ে যাওয়া, NICU পরিচর্যা নবজাতকের ইনটেনসিভ কেয়ার প্রয়োজন হলে পরামর্শ নিন নিওনাটোলজিস্ট (Neonatologist)।
মস্তিষ্কের অপারেশনের জন্য যান নিউরোসার্জন (Neurosurgeon)। মস্তিষ্কের টিউমার - Brain tumor, Meningioma, Glioma মস্তিষ্কে রক্তক্ষরণ / স্ট্রোক Hemorrhage, Blood clot মাথা বা মেরুদণ্ডে আঘাত, সড়ক দুর্ঘটনা, পড়ে গিয়ে আঘাত, মেরুদণ্ডের ডিস্ক সমস্যা - স্লিপড ডিস্ক, ডিস্ক হার্নিয়েশন জন্মগত ত্রুটি- মস্তিষ্ক বা মেরুদণ্ডের গঠনগত সমস্যা স্নায়ুর চাপ বা টান, নার্ভে চাপ পড়া বা স্নায়ুর রক্ত চলাচল বিঘ্ন মৃগী / খিঁচুনি রোগ কিছু ক্ষেত্রে অপারেশন করে নিয়ন্ত্রণ করা হয়
নিউক্লিয়ার মেডিসিন ও স্ক্যানিং প্রয়োজনে যান নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ।Nuclear Medicine Specialist হলেন একজন চিকিৎসক যিনি তেজস্ক্রিয় পদার্থ (radioactive materials) ব্যবহার করে রোগ নির্ণয় (diagnosis) এবং চিকিৎসা (therapy) করেন। এটি একটি বিশেষ ধরনের মেডিকেল শাখা যেখানে বডির ভিতরের কার্যকলাপ খুব সূক্ষ্মভাবে বোঝা যায় — যেমন ক্যান্সার, থাইরয়েড সমস্যা, হার্ট ডিজিজ, হাড়ের রোগ ইত্যাদি।
আধুনিক, বিকল্প বা প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির জন্য পরামর্শ নিন আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক বা ন্যাচারোপ্যাথিক ডাক্তার।
মাসাজ, ব্যথা উপশম, বা হাঁটা সমস্যা হলে যান ফিজিওথেরাপিস্ট, ম্যাসেজ থেরাপিস্ট, বা পোডিয়াট্রিস্ট।
পুষ্টি, খাদ্য বা সাপ্লিমেন্ট বিষয়ক পরামর্শের জন্য দেখা করুন পুষ্টিবিদ (Nutritionist/Diatician)।
রোগ নির্ণয়ে সহায়তার জন্য পরামর্শ নিন ডায়াগনস্টিয়ান (Diagnostician)।
ঘুম সংক্রান্ত সমস্যা হলে যান ঘুমের ডাক্তার (Sleep Doctor)।
জেনারেল প্র্যাকটিশনার বা GP হলেন এমন একজন চিকিৎসক যিনি নানা ধরণের স্বাস্থ্য সমস্যার প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন। তিনি সাধারণত সব বয়সের রোগীর শারীরিক ও মানসিক সমস্যার প্রাথমিক মূল্যায়ন করেন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের কাছে রেফার করেন। জ্বর, সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হালকা ব্যথা, অ্যালার্জি, সংক্রমণ শিশু ও বৃদ্ধদের নিয়মিত চেকআপ টিকা প্রদান, ওষুধ ব্যবস্থাপত্র স্বাস্থ্যপরামর্শ ও রোগ প্রতিরোধে নির্দেশনায় পরামর্শ নিন General Practitioner (জেনারেল প্রাক্টিশনার) ।
স্পাইন ইনজুরি বা মেরুদণ্ডের জটিলতায় পরামর্শ নিন স্পাইনাল কর্ড ইনজুরি বিশেষজ্ঞ।
প্যাথলজি রিপোর্ট বিশ্লেষণ বা ক্যান্সার নির্ণয়ে যান প্যাথলজিস্ট।
যৌন স্বাস্থ্য সমস্যা বা পুরুষত্বহীনতা, পুরুষ বন্ধ্যত্ব (Male infertility) - শুক্রাণুর স্বল্পতা, গুণগত সমস্যা হরমোন সমস্যা-টেস্টোস্টেরনের অভাব যৌন সমস্যা-যৌন দুর্বলতা (erectile dysfunction), দ্রুত বীর্যপাত (premature ejaculation) গোপনাঙ্গের রোগ - অণ্ডকোষ বা পেনিসে সমস্যা Prostate সমস্যা ,প্রস্রাবে বাধা, প্রোস্টেট বৃদ্ধি, থাকলে পরামর্শ নিন যৌন ও অ্যান্ড্রোলজিস্ট (Sexual Doctor / Andrologist)।
গর্ভাবস্থার জটিলতা থাকলে ,উচ্চ-ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা যেমন: প্রেশার, সুগার, কিডনি সমস্যা থাকলে ভ্রূণের বিকাশে সমস্যা - বাচ্চা ছোট হচ্ছে, হার্ট বিট কম, জন্মগত ত্রুটি রক্তের সমস্যা - মা ও শিশুর ব্লাড গ্রুপ মিলে না (Rh incompatibility) জিনগত বা জন্মগত ঝুঁকি ,পরিবারে জন্মগত রোগ থাকলে, বয়স বেশি হলে বিশেষ স্ক্যান / টেস্ট ফিটাল ইকোকার্ডিওগ্রাম, NIPT, অ্যামিনিওসেনটেসিস ইত্যাদি মাল্টিপল প্রেগনেন্সি - জমজ সন্তান বা বেশি শিশু থাকলে প্রয়োজন পেরিনিটোলজিস্ট।
মাড়ির রোগ ও দাঁতের সাপোর্ট টিস্যু সমস্যায় ,দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া, ফুলে যাওয়া, ইনফেকশন, পুঁজ হওয়া,মাড়ির হালকা ইনফেকশন ও প্রদাহ, দাঁতের চারপাশের হাড় গলে যাওয়া বা দুর্বল হওয়া, গাম সার্জারি ,মাড়ির কাটাকাটি করে গভীর ইনফেকশন পরিষ্কার করা, দাঁতের রুট হারিয়ে গেলে মেটাল ইমপ্লান্ট বসানো,দাঁতের নিচে জমে থাকা ব্যাকটেরিয়া ও টার্টার পরিষ্কার করার জন্য যান পিরিওডন্টিস্ট।
রেডিওলোজিক্যাল স্ক্যান বা এক্স-রে রিপোর্ট ব্যাখ্যার জন্য প্রয়োজন রেডিওলজিস্ট।
থোরাক্স (বক্ষ) অঞ্চলের অপারেশনের জন্য (ফুসফুসে টিউমার বা ক্যান্সার অপারেশনের মাধ্যমে টিউমার কাটা , ফুসফুসে পানি বা পুঁজ জমা Pleural effusion, Empyema,খাদ্যনালীতে রুগ্নতা বা ক্যান্সার ,Esophagectomy বা esophageal repair, মেডিয়াস্টিনাল টিউমার ,বুকের মাঝখানের কোষ্ঠে টিউমার,ফুসফুসে ছিদ্র (pneumothorax) বুক ব্যথা, শ্বাসকষ্ট, জরুরি অস্ত্রোপচার, বায়োপসি ক্যান্সার নিশ্চিত করতে থোরাস্কোপিক বায়োপসি) যান থোরাকিক সার্জন (Thoracic Surgeon)।
রক্ত চলাচল, শিরা বা ধমনী সমস্যায় ( Peripheral Arterial Disease (PAD) পায়ে রক্ত চলাচল কমে যাওয়া, ব্যথা, পায়ে ক্ষত Carotid Artery Disease - ঘাড়ের রক্তনালী ব্লক, স্ট্রোকের ঝুঁকি, Varicose Veins (শিরা ফুলে যাওয়া) ,পায়ে শিরা মোচড়ানো, ফোলা, ব্যথা,Aneurysm (রক্তনালীর ফোলা বা বিস্ফোরণ ঝুঁকি),Deep Vein Thrombosis (DVT) - রক্ত জমে যাওয়া,Dialysis Access Surgery - কিডনি রোগীদের জন্য রক্তনালী তৈরির জন্য )যান ভাস্কুলার সার্জন( Vascular Surgeon)।
পশুপালন ও প্রাণীর চিকিৎসার জন্য পরামর্শ নিন পশুচিকিত্সক (Veterinarian)।
কান শোনা সংক্রান্ত সমস্যায় যান অডিওলজিস্ট (Audiologist)।
অপারেশন ছাড়া ওষুধের মাধ্যমে শরীরের বিভিন্ন অভ্যন্তরীণ রোগের চিকিৎসা( দীর্ঘদিনের জ্বর , ঠান্ডা, কাশি, ডায়াবেটিস, প্রেসার, দুর্বলতা,টাইফয়েড, ডেঙ্গু, ভাইরাল, টিবি ইত্যাদি,ডায়াবেটিস / হাই/লো সুগার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা, রক্তচাপ সমস্যা (BP) উচ্চ/নিম্ন রক্তচাপ ও তার পার্শ্বপ্রতিক্রিয়া, শ্বাসকষ্ট / হাঁপানি / কাশি হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া,গ্যাস্ট্রিক / পেট ব্যথা / লিভার সমস্যা ,হেপাটাইটিস, আলসার, ফ্যাটি লিভার, স্ট্রোকের পরে চিকিৎসা ,মেডিসিন পর্যায়ে পুনর্বাসন বা কন্ট্রোল, বিভিন্ন রক্ত পরীক্ষা ও রিপোর্ট ব্যাখ্যা ,জটিল রোগ বা রিপোর্ট বিশ্লেষণ ) এর জন্য ।
হৃদযন্ত্রের সমস্যায়, হার্ট বিট বেড়ে যাওয়া বা কমে যাওয়া, বুকে ব্যথা বা চাপ (Chest Pain) হার্ট অ্যাটাক, হার্টের ব্লক রক্ত চলাচলে বাধা, স্টেন্ট/অ্যাঞ্জিওগ্রাফি , বিপি সমস্যা (High/Low Blood Pressure) ,অনিয়মিত BP নিয়ন্ত্রণ, হার্টবিট বেড়ে যাওয়া / কমে যাওয়া Arrhythmia বা Rhythm Disorder,ECG, ECHO বা TMT রিপোর্ট বিশ্লেষণ, হার্টের অবস্থা জানা ও চিকিৎসা পরিকল্পনা,স্ট্রোকের পর পরামর্শ স্ট্রোকের কারণ যদি হৃদরোগ-সম্পর্কিত হয়,ঘন ঘন শ্বাসকষ্ট, ক্লান্তি ,হার্ট ফেইলিউর
মাথাব্যথা, মাইগ্রেন, পক্ষাঘাত, ঝাঁকি দেওয়া, খিঁচুনি জাতীয় সমস্যায় । যেমন: স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ বা ব্লক) মুখ বেকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, শরীর অবশ, মাথা ঘোরা / ভারসাম্য সমস্যা, ব্রেইনের অসামঞ্জস্যতা, খিঁচুনি (Epilepsy), শিশু বা বড়দের মৃগী রোগ, মাইগ্রেন / তীব্র মাথাব্যথা ঘন ঘন মাথাব্যথা বা আলোর প্রতি সংবেদনশীলতা, প্যারালাইসিস / পক্ষাঘাত এক বা একাধিক অঙ্গ না চলা, স্নায়ুর ব্যথা বা দুর্বলতা (Neuropathy) ,ডায়াবেটিক বা স্পাইনাল নার্ভ সমস্যা, মেনিনজাইটিস, এনসেফালাইটিস ব্রেইন সংক্রমণ,পার্কিনসন, আলঝেইমার, টিক ডিজঅর্ডার বয়স্ক বা মানসিক ক্ষয়রোগ
মেয়েদের মাসিক, গর্ভধারণ, সন্তান জন্ম, স্ত্রীরোগের যেকোনো সমস্যায় ।
প্রস্রাবে জ্বালাপোড়া, কিডনি সমস্যা, পাথর, প্রস্টেট সমস্যা হলে ।
কানে ব্যথা / কম শোনা / পুঁজ পড়া ইনফেকশন, পর্দা ফাটা, কানের রোগ, নাক দিয়ে রক্ত / সর্দি / বন্ধ থাকা সাইনোসাইটিস, অ্যালার্জি, পলিপ,গলা ব্যথা / টনসিল / গিলতে কষ্ট টনসিলাইটিস, ইনফেকশন, গলার টিউমার ,মাথা ঘোরা / ভারসাম্যহীনতা,কণ্ঠস্বর পরিবর্তন বা কথা বলতে অসুবিধা ,কণ্ঠনালী বা ভোকাল কর্ডের সমস্যা ,শিশুর কানে, নাকে বা গলায় জন্মগত সমস্যা শ্রবণ সমস্যা, টনসিল, এডিনয়েড,স্কোপ / অডিও টেস্ট বা সার্জারি , কান/নাক/গলার অডিও বা এন্ডোস্কপি প্রয়োজন হলে।
হাড় ভাঙা, জয়েন্ট ব্যথা, বাত বা আঘাতজনিত সমস্যায়।
মানসিক ও শারীরিক যৌন সমস্যা, দাম্পত্য সমস্যা, যৌন আচরণ ও পরামর্শ, দ্রুত বীর্যপাত (Premature Ejaculation),লিঙ্গ দৃঢ় না হওয়া (Erectile Dysfunction),যৌন দুর্বলতা বা ক্লান্তি,যৌন আকাঙ্ক্ষার অভাব (Low Libido),অতিরিক্ত যৌন চাহিদা বা আসক্তি,দাম্পত্য জীবনে যৌন অসন্তোষ,সন্তান না হওয়া,(পুরুষ/নারী বন্ধ্যত্ব)সমস্যায়
অবসাদ, ঘুমের সমস্যা, অস্বাভাবিক আচরণ, দুশ্চিন্তা, আত্মহত্যার চিন্তা ইত্যাদি।
বয়স্কদের দুর্বলতা / ভারসাম্য হারানো, হাঁটাচলায় অসুবিধা, পড়ে যাওয়ার প্রবণতা, স্মৃতি কমে যাওয়া ,(Dementia / Alzheimers) বার্ধক্যজনিত মস্তিষ্কের রোগ, একাধিক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, বিভিন্ন রোগের ওষুধে জটিলতা, ডিপ্রেশন, একাকীত্ব মানসিক সমস্যা, অস্থিরতা,ঘুম সমস্যা / প্রস্রাবে অসুবিধা / কনস্টিপেশন ,নিয়মিত বার্ধক্যজনিত সমস্যা হাড় ক্ষয় / পিঠে ব্যথা / হাঁটু দুর্বলতা ,অস্টিওপোরোসিস বা অস্থি দুর্বলতা, ডায়াবেটিস, হৃদরোগ, প্রেসার – একসাথে বহু রোগে একযোগে ভারসাম্যপূর্ণ চিকিৎসাসমস্যায় পরামর্শ নিন Geriatrician (জেরিয়াট্রিশিয়ান) ।
দগ্ধ হওয়া (Burn Injury) ক্ষত দ্রুত সারাতে ,Diabetic Foot Ulcer - ডায়াবেটিস রোগীর পায়ে পচন / ঘা নিরাময়ে,Gas Gangrene / Flesh-eating Infection - মারাত্মক ইনফেকশনে ,Carbon Monoxide Poisoning - বিষাক্ত গ্যাসে রক্তে অক্সিজেন কমে গেলে জরুরি চিকিৎসা, Decompression Sickness - (ডাইভিং জনিত রোগ) পানির নিচে কাজ করে শরীরে গ্যাস জমে গেলে, Radiation Injury / Delayed Wound Healing -ক্যান্সারের রেডিয়েশনজনিত ক্ষত সারাতে Sudden Hearing Loss / Vision Loss - কিছু ক্ষেত্রে দ্রুত অক্সিজেন থেরাপি প্রয়োগে পরামর্শ নিন Hyperbaric Physician ( বিষাক্ত গ্যাস ও ক্ষত নিরাময় বিশেষজ্ঞ) ।
অ্যানিমিয়া (রক্তস্বল্পতা) হিমোগ্লোবিন কমে যাওয়া থ্যালাসেমিয়া / সিকল সেল ডিজিজ - বংশগত রক্ত তৈরি সমস্যা, হিমোফিলিয়া - রক্ত সহজে না জমে অতিরিক্ত রক্তপাত হওয়া, লিউকেমিয়া (রক্ত ক্যান্সার), শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক বৃদ্ধি,লিম্ফোমা / মাইলোমা - রক্তের কোষ-সম্পর্কিত অন্যান্য ক্যান্সার, প্লেটলেট কমে যাওয়া (ITP) - শরীরে সহজে ক্ষত বা রক্তক্ষরণ, রক্ত জমাট বাঁধা সমস্যা (DVT, PE) - শরীরে হঠাৎ রক্ত জমে যাওয়া, অজানা কারণে শরীরে রক্তপাত বা ক্ষতে পরামর্শ নিন Hematologist(ব্লাড ক্যান্সার চিকিৎসক) ।
ডিপ্রেশন / বিষণ্ণতা - মন খারাপ, আগ্রহহীনতা, আত্মহত্যার চিন্তা, উদ্বেগ / প্যানিক অ্যাটাক - বুকে ধড়ফড়, শ্বাসকষ্ট, ভয়, ঘুম না হওয়া (ইনসমনিয়া) - দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা সিজোফ্রেনিয়া - অদ্ভুত কথা বলা, কল্পনা ও বাস্তব গুলিয়ে ফেলা বাইপোলার ডিসঅর্ডার - হঠাৎ খুব বেশি উদ্যমী, আবার হঠাৎ বিষণ্ণ নেশা / আসক্তি (ড্রাগ, অ্যালকোহল) নেশা ছাড়াতে , শিশুদের অটিজম, ADHD, ভয়, আচরণ সমস্য, ওবসেসিভ চিন্তা (OCD) - বারবার হাত ধোয়া, ভয় পাওয়ায় পরামর্শ নিন Psychiatrist (মনোরোগ বিশেষজ্ঞ) ।
কোনো নির্দিষ্ট রোগ ধরা না পড়ে শরীর খারাপ থাকলে,জ্বর, কাশি, ডায়রিয়া, সংক্রমণ বারবার হলে। হাই ব্লাড প্রেসার বা ডায়াবেটিসে নিয়মিত ফলোআপ দরকার হলে, আপনি যদি সাধারণ সমস্যা নিয়ে প্রথম একজন অভিজ্ঞ ডাক্তার দেখাতে চান, অপারেশন ছাড়াই ওষুধে চিকিৎসায় পরামর্শ নিন Internal Medicine Specialist । যিনি প্রাপ্তবয়স্কদের জটিল অভ্যন্তরীণ রোগে উচ্চ পর্যায়ের ট্রেনিংপ্রাপ্ত চিকিৎসক
শ্বাস বন্ধ হয়ে গেলে বা নিউমোনিয়ায়, হার্ট অ্যাটাক / স্ট্রোকের পর অবস্থা খারাপ - চেতনাহীন, শ্বাস নেই, প্রেসার নেই, শরীরের প্রতিটি অঙ্গে সংক্রমণ ছড়িয়ে গেলে, মাল্টি-অর্গান ফেলিওর (Multi-organ failure) - কিডনি + ফুসফুস + হার্ট একসাথে বিকল, দুর্ঘটনা বা ট্রমা - মাথায় গুরুতর আঘাত, অভ্যন্তরীণ রক্তপাত, ক্যান্সারের জটিল অবস্থায় রোগীর অবস্থা হঠাৎ খারাপ হয়ে গেলে, যখন রোগীর অবস্থা দ্রুত অবনতির দিকে যাচ্ছে,স্বাভাবিক শ্বাস নিতে পারছে না,প্রেসার, পালস, চেতনা সব কমে যাচ্ছে,একাধিক অঙ্গ কাজ করছে না,লাইফ সাপোর্ট বা মনিটরিং এর জন্য পরামর্শ নিন Intensivist(আইসিইউ বিশেষজ্ঞ) ।
মাড়ির নিচে আটকে থাকা দাঁত অপসারণ দাঁত ভেঙে যাওয়া বা দাঁতের শিকড়ে ইনফেকশন,চোয়াল ভেঙে গেলে - মুখের হাড়ে প্লেট বসানো বা ঠিক করা, মুখের ভেতরের টিউমার, মুখ বড় বা ছোট হওয়া – Orthognathic Surgery দাঁত-চোয়ালের সৌন্দর্য পুনর্গঠন জিহ্বা বা মাড়ির ম্যালফরমেশন / ইনফেকশন, বায়োপসি – মুখের কোষ পরীক্ষার জন্য মুখের কোনো অংশে ক্যান্সারের আশঙ্কা থাকলে পরামর্শ নিন Oral-Surgeon(মুখ ও দাঁতের সার্জারি বিশেষজ্ঞ) ।
হত্যা / আত্মহত্যা / দুর্ঘটনা সঠিকভাবে মৃত্যুর কারণ শনাক্ত করতে যান Medical-Examiner(ময়নাতদন্তকারী চিকিৎসক) এর কাছে ।
থ্যালাসেমিয়া, বংশগত রক্তের রোগ, ডাউন সিনড্রোম, অটিজম জন্মগত বা মস্তিষ্ক-সংক্রান্ত জিনগত সমস্যা, জন্মগত ত্রুটি (Birth Defects) - হার্ট, চোখ, অঙ্গপ্রত্যঙ্গে সমস্যা, শিশুদের বিকলাঙ্গতা বা মানসিক প্রতিবন্ধকতা, বংশগত জিনে ত্রুটি,জেনেটিক ক্যান্সার (BRCA1, BRCA2) স্তন, ডিম্বাশয় ক্যান্সারের পারিবারিক ইতিহাস,বিবাহ-পূর্ব বা গর্ভাবস্থার জিন বিশ্লেষণ,DNA রিপোর্ট ও জিন সিকোয়েন্সিং পরীক্ষা বিশ্লেষণ এ পরামর্শ নিন Medical-Geneticist(জিনগত রোগ বিশেষজ্ঞ) ।
দীর্ঘমেয়াদি পিঠ/ঘাড় ব্যথা থাকলে,অপারেশনের পর শরীর দুর্বল হলে,স্ট্রোকের পরে হাত-পা চলাচল কমে গেলে,হাড় ভেঙে গেলে সেরে ওঠার পর চলাফেরার প্রশিক্ষণে,খেলাধুলার ইনজুরির পরে ফিটনেস ফেরাতে,হাঁটু বা কোমরের ব্যথায় নিয়মিত ওষুধে কাজ না হলে পরামর্শ নিন Physiotherapist (ফিজিওথেরাপিস্ট) ।
যখন রোগ পুরোপুরি সেরে ওঠার সম্ভাবনা নেই কিন্তু আরাম দরকার,জীবন-মরণ নিয়ে মানসিক যন্ত্রণা থাকলে,ক্যান্সারের শেষ পর্যায়ে ব্যথা বা শ্বাসকষ্ট থাকলে,রোগী ও পরিবারের কাউন্সেলিং,পরিবারের সদস্য হিসেবে আপনি রোগীকে সম্মানজনক শেষ জীবন দিতে চান,রোগী দুর্বল, বিছানাগ্রস্ত, সহায়তাহীন হলে পরামর্শ নিন Palliative-Care-Specialist(ব্যথা ও উপসর্গ নিয়ন্ত্রণ চিকিৎসক) ।অনেক সময় Internal Medicine, Oncology বা Geriatrics-এ দক্ষ চিকিৎসকরাও এই সেবা দেন
পেটে কৃমি, পেট ব্যথা, অপুষ্টি, ওজন কম,ম্যালেরিয়া (জ্বর, কাঁপুনি, দুর্বলতা),কালা-জ্বর ,আমাশয়, ডায়রিয়া,হাত-পা ফুলে যাওয়া , গ্যাস্ট্রো সমস্যায় পরামর্শ নিন Parasitologist(পরজীবী- রোগ-বিশেষজ্ঞ) ।
জ্বর, ঠান্ডা, কাশি শিশুর সাধারণ অসুস্থতা, ডায়রিয়া / বমি পানিশূন্যতা রোধ, নিউমোনিয়া / শ্বাসকষ্ট,খাবারে অনীহা / অপুষ্টি ,ওজন না বাড়া বা খিদে না পাওয়া,ভ্যাকসিন/টিকা, নিয়মিত টিকাদান ও কাউন্সেলিং, জন্মগত সমস্যা - থাইরয়েড, হার্ট বা লিভার সংক্রান্ত,বিকাশজনিত - দেরি হাঁটা, কথা বলা, চোখের যোগাযোগে সমস্যা,অটিজম, ADHD শিশু মনোবিকাশ বিষয়ক সহায়তায় পরামর্শ নিন Pediatrician(শিশু-বিশেষজ্ঞ) ।pediatrician মূলত বাচ্চাদের ১৮ বছর বয়স পর্যন্ত সমস্যা দেখে, আর Neonatologist জন্ম থেকে ২৮ দিন পর্যন্ত সমস্যা দেখে।
হাড় ও জয়েন্ট ব্যথা - কোমর, ঘাড়, হাঁটু, পিঠ, স্ট্রোক/প্যারালাইসিস - অঙ্গ বিকল হলে পুনর্বাসন, দুর্ঘটনার পর শারীরিক অসক্ষমতা - হাঁটাচলার সমস্যা, স্পাইনাল কর্ড ইনজুরি - কোমর বা ঘাড়ে আঘাত,মাংশপেশির দুর্বলতা বা ব্যথা ,ব্যায়াম ও ইলেক্ট্রোথেরাপি,হুইলচেয়ার, ব্রেস, প্রস্থেটিক ব্যবস্থাপনা অঙ্গহানির পর, হাঁটাচলা, ব্যালেন্স বা সমন্বয় সমস্যা স্নায়বিক পুনর্বাসনে পরামর্শ নিন Physiatrist(ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ) ।
পোড়ার দাগ (Burn scars) - আগুনে পুড়ে যাওয়া অংশ পুনর্গঠন,মুখ বা শরীর বিকৃতি - দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মুখ/নাক/চোখ, নাক বা ঠোঁটের আকৃতি ঠিক করা, হাত-পা কাটা গেলে বা জন্মগত ত্রুটি আঙুল জোড়া লাগানো, ছেঁড়া অংশ পুনর্গঠন, সৌন্দর্য বৃদ্ধির অস্ত্রোপচার, (Cosmetic Surgery) বোটক্স, ফেসলিফট, ব্রেস্ট সার্জারি ,ক্যান্সারের পর রিকনস্ট্রাকশন, স্তন ক্যান্সারের পর ব্রেস্ট রিকনস্ট্রাকশন, চামড়া ও টিস্যু ট্রান্সপ্লান্ট, স্কিন গ্রাফট, ফ্ল্যাপ সার্জারি,চোখ, কান, নাক, গাল উন্নয়ন Maxillofacial & Aesthetic Surgery তে পরামর্শ নিন Plastic-Surgeon(রিকনস্ট্রাকটিভ সার্জারি বিশেষজ্ঞ) ।
দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত ,কোমর বা ঘাড়ে স্নায়ু ড্যামেজ, দুর্ঘটনার পর কোমরে ব্যথা ও অবশভাব,স্পাইনাল কর্ড কেটে যাওয়া বা চেপে যাওয়া ,হাত-পা চলা বন্ধ, সংবেদনশক্তি হারানো,বিছানায় পড়ে থাকা রোগী বেডসোর, প্রস্রাব/পায়খানার নিয়ন্ত্রণহীনতা, হুইলচেয়ার নির্ভরতা ,রিহ্যাব, ওয়াকার/অ্যাডাপটিভ টুলস,হাত-পায়ে টান / স্নায়ুর জটিলতা ,স্পাস্টিসিটি বা নড়াচড়ার সমস্যা, রিহ্যাব ব্যায়াম বা ইলেক্ট্রোথেরাপি প্রয়োজনে পরামর্শ নিন Spinal-Cord-Injury-Specialist(মেরুদণ্ড ও স্নায়ু পুনর্বাসন বিশেষজ্ঞ) ।
খেলতে গিয়ে পা, হাঁটু বা কোমর ইনজুরি হলে,বারবার ব্যথা বা স্পোর্টস রিলেটেড পেশি সমস্যা হলে,খেলার পর দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে চাইলে,পেশাদার খেলোয়াড় হিসেবে পারফরম্যান্স বাড়াতে চাইলে,খেলোয়াড়দের জন্য সঠিক নিউট্রিশন বা হাইড্রেশন গাইড লাগলে পরামর্শ নিন Sports-Medicine-Specialist(ক্রীড়া চিকিৎসা বিশেষজ্ঞ) ।
প্রস্রাব বন্ধ বা কষ্ট, প্রস্রাব ধরে রাখা বা তীব্র ব্যথা, কিডনিতে পাথর (Kidney Stone) ,পিঠে ব্যথা, বমি, প্রস্রাবে রক্ত,মূত্রনালিতে ইনফেকশন (UTI), ঘন ঘন প্রস্রাব, জ্বালা, জ্বর,প্রস্রাবে রক্ত আসা ,ক্যান্সার, ইনফেকশন বা স্টোন, প্রোস্টেট বড় হয়ে যাওয়া (BPH), পুরুষদের বয়স্কদের প্রস্রাব সমস্যা,পুরুষ বন্ধ্যাত্ব (Infertility) - শুক্রাণু কমে যাওয়া, লিঙ্গের সমস্যা , টেস্টিকুলার বা ব্লাডার ক্যান্সার ,বীর্য থলি বা মূত্রথলির টিউমার,খৎনা বা শিশুর যৌনাঙ্গের সমস্যা, Urethral narrowing অপারেশন ,কিডনিতে পাথর বা ইনফেকশনে পরামর্শ নিন Urologist(মূত্রনালি ও কিডনি রোগের চিকিৎসক) ।
ব্যথা ,ওষুধে কাজ না করলে,পেশি-কাঁধে টান, ফ্রোজেন শোল্ডার,ঘুম বা মানসিক চাপের সমস্যা,সাধারণ চিকিৎসার বাইরে বিকল্প সমাধান খুঁজলে,মাইগ্রেন বা মাথাব্যথা নিয়ন্ত্রণে রাখতে চাইলে,ওষুধ ছাড়াই কিছু উপশম পেতে চাইলে পরামর্শ নিন Acupuncturist(বিকল্প চিকিৎসা বিশেষজ্ঞ) ।
চুলকানি, এলার্জি, ফাঙ্গাস, ব্রণ, ত্বকের সংক্রমণ, যৌন রোগে।
শিশুর জ্বর, খাওয়ার সমস্যা, বিকাশজনিত সমস্যা, টিকাদান ইত্যাদি।
দাঁতের ব্যথা, মাড়ির সমস্যা, দাঁতের ফিলিং/রুট ক্যানেল/ইমপ্লান্টের জন্য।
হজম সমস্যা, পায়খানার সমস্যা,খাদ্যনালী (Esophagus) ঢেঁকুর, বুকজ্বালা (Acid Reflux/GERD)পাকস্থলি (Stomach) গ্যাস্ট্রিক, আলসার, ইনফেকশন, ক্ষুদ্র/বৃহৎ অন্ত্র (Intestine) IBS, কোষ্ঠকাঠিন্য, পাতলা পায়খানা, পেট ফুলে থাকা,যকৃত (Liver) ,হেপাটাইটিস B/C, ফ্যাটি লিভার, সিরোসিস, পিত্তথলি Gallstone (পাথর), পিত্তথলির ইনফ্লামেশন, অগ্ন্যাশয় প্যানক্রিয়াটাইটিস, ডায়াবেটিসের সাথে সম্পর্কিত সমস্যা, রক্তপাত পায়খানায় রক্ত যাওয়া, হিমোরয়েড, পাইলস ইত্যাদি সমস্যায়।
কিডনি ফেইলর, ডায়ালাইসিস, ক্রিয়েটিনিন সমস্যা হলে দেখাতে হয়।
যেকোনো ধরনের ক্যান্সার, টিউমার জাতীয় রোগ হলে ।
ডায়াবেটিস, ইনসুলিন ও গ্লুকোজ নিয়ন্ত্রণে সমস্যা, থাইরয়েড সমস্যা ,হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, গলগন্ড , পিটুইটারি সমস্যা, গ্রোথ হরমোনের ঘাটতি বা অতিরিক্ততা , অস্টিওপোরোসিস, হাড় দুর্বল হওয়া (ক্যালসিয়াম হরমোনের সমস্যা) , হরমোন ভারসাম্যহীনতা, PCOS, পুরুষ/নারীর যৌন হরমোনজনিত সমস্যা ,মেটাবলিজম সমস্যা, অতিরিক্ত মোটা হওয়া বা হঠাৎ রোগা হয়ে যাওয়া ,অ্যাড্রিনাল সমস্যা কোর্টিসল/অ্যাড্রিনালিন ইত্যাদির ভারসাম্য বিঘ্ন হলে দেখাতে হয়।
রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাঁটে ব্যথা, অটোইমিউন ডিজঅর্ডার,হাত-পা শক্ত হয়ে যাওয়া / সকালে ব্যথা বেশি, পিঠ ও ঘাড়ে ব্যথা,জয়েন্ট শক্ত হয়ে যায়,সারা শরীরে ব্যথা, ক্লান্তি ও ঘুম সমস্যা।
হেপাটাইটিস, লিভার সিরোসিস, চর্বিযুক্ত লিভার সমস্যা হলে।জন্ডিস (Jaundice) - চোখ ও শরীর হলুদ হয়ে যাওয়া , লিভার ইনফেকশন বা ব্লক, হেপাটাইটিস B / C / A / E ,ভাইরাসজনিত লিভার সংক্রমণ, ফ্যাটি লিভার (Fatty Liver) - অতিরিক্ত চর্বি জমে লিভার ক্ষতি, লিভার সিরোসিস / Ascites (পানি জমা) লিভারের স্থায়ী ক্ষয় ও পেট ফুলে যাওয়া, লিভারের টিউমার বা ক্যান্সার, গলব্লাডারে পাথর / ইনফেকশন, খাওয়ার পর ব্যথা, বমি, অরুচি
শ্বাসকষ্ট, হাঁপানি, টিবি, কফ, ফুসফুস সংক্রান্ত সমস্যা হলে।শ্বাসকষ্ট / ঘন ঘন হাঁপানো ,হাঁপানি (Asthma), COPD বা ফুসফুস দুর্বল, লম্বা সময় কাশি / কফ বের হওয়া। ব্রঙ্কাইটিস বা ইনফেকশন, টিবি (Tuberculosis) কফে রক্ত, জ্বর, ওজন কমা, ঘুমে দম বন্ধ হয়ে যাওয়া , রাতে ঘন ঘন শ্বাস বন্ধ হওয়া,নিউমোনিয়া / ফুসফুসে পানি জমা জ্বর, শ্বাসকষ্ট ও বুকে ব্যথা
দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখে ব্যথা, লাল হওয়া, ছানি পড়া ইত্যাদি।
যেকোনো অপারেশন, পাইলস, হাইড্রোসিল, হার্নিয়া, আবরশন ইত্যাদি।